‘ফানি ইরকম স্থির হয়া থাকতে দেখছি না’
‘বৈশাখ মাসে বৃষ্টি অয়, ফানি (পানি) অয় দেখছি। তবে ইরকম পানি স্থির হয়া থাকতে দেখছি না কোনো বছরই। বৈশাখ মাসো তুফান অইব ঠিকই আছে। কিন্তু ১৮-১৯ দিন ধইরা যে পাহাড়ি ঢলের ফানি (পানি) আইল, অখন পর্যন্ত নামার কোনো নামই নাই। এমন অবস্থা আমার বয়সেও দেখছি না।’