আন্দোলনকে ভিন্নপথে নিতে জঙ্গি–আগুন সন্ত্রাসের নাটক: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু ভোটের কথা শুনলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের শরীরে ১০৩ ডিগ্রি জ্বর উঠে। নির্বাচনের কথা শুনলেই র্যাব–পুলিশ দিয়ে আমাদের আঘাত করে। তারপরেও আমাদের কর্মীরা জীবন দিচ্ছে। সরকার আন্দোলনকে ভিন্নপথে নিতে কখনো জঙ্গি, কখনো আগুন সন্ত্রাসের নাটক সাজান।