জন্মান্ধ শরিফের স্বপ্ন বড় ব্যবসায়ী হওয়া
জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শরিফুল ইসলাম। স্বাভাবিক কাজকর্মই যেখানে অন্যের সাহায্য ছাড়া করতে পারেন না, সেখানে পড়াশোনা করা যে আকাশ-কুসুম কল্পনা, সেটা জানতেন তিনি। তবু হাল ছাড়েননি শরিফ। নিজের ইচ্ছায় ভর্তি হন বিদ্যালয়ে। স্কুলে আসা-যাওয়া দেখে সমাজের লোকজন তো বটেই, পরিবারের লোকজনও টিপ্পনী কাটত।