যমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর ঠিকানা খুঁজছে প্রশাসন
যশোরের বাঘারপাড়ায় যমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর (৩৫) পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন। বর্তমানে দুই নবজাতকসহ তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হাসপাতাল কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তারা প্রসূতি মা ও দুই শিশুর দেখভাল করছেন।