গাভিতে দুধ না দিলেও তাঁরা তুলে নিয়েছেন মাখন
করোনাকালে কত মানুষ কত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, হচ্ছে। সীমিত সামর্থ্যে সরকারও চেষ্টা করছে তাদের পাশে থাকার, বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে প্রণোদনা। যশোর দুগ্ধখামারিরাও পেয়েছেন তেমন প্রণোদনা। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, সদর উপজেলায় প্রণোদনার এই টাকা বেশ নয়ছয় হয়েছে। যাঁদের গাভি নেই, তাঁরাও যেমন পেয়েছেন অ