শতবর্ষী গাছে ফুটেছে কুরচি ফুল
সাদা সাদা ফুলে ভরে আছে পুরো গাছ। শত বছর ধরে নাকি এভাবে ফুল ফুটিয়ে যাচ্ছে সে! সেই পুরোনো সঙ্গীসাথি কেউ নেই, বয়সের ভারে তাদের শরীর গেছে ধুলায় মিশে। এখন একা দাঁড়িয়ে আছে শতবর্ষী কুরচি, সাদা রঙের সুগন্ধি ফুলে ভরা ক্ষুদ্র আকৃতির বৃক্ষ।