ভ্রমণে ক্যারি-অন ব্যাগে যা নেবেন, যা নেবেন না
ভ্রমণের সময় ক্যারিঅন ব্যাগ গোছাতে গিয়ে পড়তে হয় ধন্দে। কোন জিনিসটি নেব, কোনটি নেব না, সে সিদ্ধান্ত নেওয়া কঠিন। কারণ, সবকিছুই প্রয়োজনীয় মনে হয়। তাই জেনে নেওয়া ভালো, এ ব্যাগে কী কী রাখা উচিত নয়, আর কোনগুলো রাখতে হবে।