টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বকেয়া টাকার দাবিতে প্রতিষ্ঠানের মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা কারখানার মালিকের বাড়ির সামনে অবস্থান করেছে বিকেল পর্যন্ত। পরে সন্ধ্যার দিকে কিছু শ্রমিক চলে যায়।’
কারখানা সূত্রে জানা যায়, আন্দোলনকারী প্রায় আড়াই হাজার শ্রমিক টঙ্গীর ‘সিজন ড্রেসেস লিমিটেড’ নামক কারখানার। বকেয়া বেতনের টাকার দাবিতে সকাল থেকে কারখানার মালিকের বাড়ি ঘেরাও করেন শ্রমিকেরা। মালিক মো. বাকের চৌধুরী উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
আরও জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটির আগে মে মাসের বেতন–ভাতা নিয়ে গড়িমসি করে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, শ্রমিকেরা আন্দোলনে নামেন। একপর্যায়ে বাধ্য হয়ে মে মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
ঈদের ছুটি শেষে গত ২৬ জুন কারখানা খোলা হয়। কিন্তু কারখানায় আসছেন না মালিক বা কর্তৃপক্ষের কেউ। শ্রমিকদেরও কোনো কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘কারখানাটিতে আমরা প্রায় ২০০ জন স্টাফ (কর্মকর্তা) রয়েছি। সাধারণ শ্রমিকদের সঙ্গে আমাদেরও মে ও জুনের পূর্ণ বেতন ও ঈদ বোনাস বাকি। তাই আজ আন্দোলন করছি।’
এ বিষয়ে কারখানার মালিক মো. বাকের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা মে মাসের ১৫ দিনের বেতন পাবে। আমি অর্থনৈতিক সংকটে পড়েছি। ব্যাংক থেকে লোন (ঋণ) নিয়ে এ মাসেই শ্রমিকদের বেতন পরিশোধ করব। আর জুনের বেতন দেব জুলাইয়ের শেষের দিকে।’
বকেয়া টাকার দাবিতে প্রতিষ্ঠানের মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন টঙ্গীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা কারখানার মালিকের বাড়ির সামনে অবস্থান করেছে বিকেল পর্যন্ত। পরে সন্ধ্যার দিকে কিছু শ্রমিক চলে যায়।’
কারখানা সূত্রে জানা যায়, আন্দোলনকারী প্রায় আড়াই হাজার শ্রমিক টঙ্গীর ‘সিজন ড্রেসেস লিমিটেড’ নামক কারখানার। বকেয়া বেতনের টাকার দাবিতে সকাল থেকে কারখানার মালিকের বাড়ি ঘেরাও করেন শ্রমিকেরা। মালিক মো. বাকের চৌধুরী উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বাড়িটির সামনে অবস্থান করেন।
আরও জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটির আগে মে মাসের বেতন–ভাতা নিয়ে গড়িমসি করে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, শ্রমিকেরা আন্দোলনে নামেন। একপর্যায়ে বাধ্য হয়ে মে মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
ঈদের ছুটি শেষে গত ২৬ জুন কারখানা খোলা হয়। কিন্তু কারখানায় আসছেন না মালিক বা কর্তৃপক্ষের কেউ। শ্রমিকদেরও কোনো কাজ দেওয়া হচ্ছে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী কয়েকজন বলেন, ‘কারখানাটিতে আমরা প্রায় ২০০ জন স্টাফ (কর্মকর্তা) রয়েছি। সাধারণ শ্রমিকদের সঙ্গে আমাদেরও মে ও জুনের পূর্ণ বেতন ও ঈদ বোনাস বাকি। তাই আজ আন্দোলন করছি।’
এ বিষয়ে কারখানার মালিক মো. বাকের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা মে মাসের ১৫ দিনের বেতন পাবে। আমি অর্থনৈতিক সংকটে পড়েছি। ব্যাংক থেকে লোন (ঋণ) নিয়ে এ মাসেই শ্রমিকদের বেতন পরিশোধ করব। আর জুনের বেতন দেব জুলাইয়ের শেষের দিকে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে