হ্যারি পটার চরিত্রের কারণে ক্যারিয়ারে ঘোর অনিশ্চয়তায় পড়েছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ
হ্যারি পটার চরিত্রে পরিচিতি পেলেও সেই চরিত্রই নাকি ড্যানিয়েল র্যাডক্লিফকে ঘোর অনিশ্চয়তায় ফেলেছিল। ক্যারিয়ার কোন দিকে যাবে, তিনি ঠিক কী করবেন বুঝে উঠতে একসময় ব্যর্থ হয়েছিলেন বড় পর্দার হ্যারি পটার। অভিনেতা হিসেবে সদ্য এক খেতাব জিতেছেন ড্যানিয়েল। ‘মেরিল উই রোল অ্যালং’ সিনেমার জন্য মিউজিক্যাল বি