হ্যারি পটার চরিত্রে পরিচিতি পেলেও সেই চরিত্রই নাকি ড্যানিয়েল র্যাডক্লিফকে ঘোর অনিশ্চয়তায় ফেলেছিল। ক্যারিয়ার কোন দিকে যাবে, তিনি ঠিক কী করবেন বুঝে উঠতে একসময় ব্যর্থ হয়েছিলেন বড় পর্দার হ্যারি পটার। অভিনেতা হিসেবে সদ্য এক খেতাব জিতেছেন ড্যানিয়েল। ‘মেরিল উই রোল অ্যালং’ সিনেমার জন্য মিউজিক্যাল বিভাগে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। আর সেই পুরস্কার নিয়ে জীবনের অজানা তথ্য সামনে এনেছেন অভিনেতা। ড্যানিয়েল বলেন, ‘যখন ‘‘হ্যারি পটার’’-এর কাজ শেষ হয়ে গেল, তখন জানতাম না ক্যারিয়ার এবার কোন দিকে এগোবে। কোনো আইডিয়া ছিল না কী হতে চলেছে। সেই সময়েই কিছু স্টেজ শো করতে শুরু করেছিলাম, কিন্তু জানতাম না ভবিষ্যতের জন্য কী অপেক্ষা করে রয়েছে। নতুন চরিত্রে অভিনয় করতে পেরে, স্বীকৃতি পেয়ে তাই দারুণ লেগেছে।’
বড় পর্দার হ্যারি পটার আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে একটাই চরিত্রে অভিনয় করা অ্যাংজাইটি বাড়িয়ে তুলেছিল। তাই আমার মনে হয়, যত বেশি সম্ভব চরিত্রে অভিনয় করা যায়, ততই ভালো। এই মুহূর্তে আমি সেটাই করছি।’
২০০১ সাল থেকে ২০১১ পর্যন্ত টানা ১০ বছর ধরে হ্যারি পটার সিরিজের মোট ৮টা সিনেমা মুক্তি পায়। জে কে রাউলিংয়ের লেখা বিখ্যাত উপন্যাসের সব ক’টা ভাগই তুলে ধরা হয়েছিল বড় পর্দায়। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল প্রায় প্রতিটি সিনেমা। আর সেখানেই নাম ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল। হ্যারি পটার যেমন তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি ও স্বীকৃতি দিয়েছিল, তেমনই একটি নির্দিষ্ট চরিত্রে সাফল্য ড্যানিয়েলকে ফেলেছিল অনিশ্চয়তায়।
অভিনেতা একটি নির্দিষ্ট চরিত্রে টাইপকাস্ট হয়ে পড়ার আশঙ্কায় কতটা প্রবলভাবে ভুগতেন, সেটা স্পষ্ট হয়েছে তাঁর কথাতেই। নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির একটি চরিত্রে সাফল্য খুব কম অভিনেতা পেয়েছেন। আবার সেই সাফল্যের একটা নেগেটিভ দিক রয়েছে। অন্য ক্যারেক্টারে সেই অভিনেতা-অভিনেত্রীদের সহজে মেনে নিতে হয়তো পারেন না দর্শক।
আবার অনেক ক্ষেত্রে পরের সিনেমাগুলোর কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য আসে না। দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাসের কথা এ ক্ষেত্রে ধরা যেতে পারে। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির সুপারহিট সিনেমার পর তেমন সাফল্য পাননি তিনি।
হ্যারি পটার চরিত্রে পরিচিতি পেলেও সেই চরিত্রই নাকি ড্যানিয়েল র্যাডক্লিফকে ঘোর অনিশ্চয়তায় ফেলেছিল। ক্যারিয়ার কোন দিকে যাবে, তিনি ঠিক কী করবেন বুঝে উঠতে একসময় ব্যর্থ হয়েছিলেন বড় পর্দার হ্যারি পটার। অভিনেতা হিসেবে সদ্য এক খেতাব জিতেছেন ড্যানিয়েল। ‘মেরিল উই রোল অ্যালং’ সিনেমার জন্য মিউজিক্যাল বিভাগে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। আর সেই পুরস্কার নিয়ে জীবনের অজানা তথ্য সামনে এনেছেন অভিনেতা। ড্যানিয়েল বলেন, ‘যখন ‘‘হ্যারি পটার’’-এর কাজ শেষ হয়ে গেল, তখন জানতাম না ক্যারিয়ার এবার কোন দিকে এগোবে। কোনো আইডিয়া ছিল না কী হতে চলেছে। সেই সময়েই কিছু স্টেজ শো করতে শুরু করেছিলাম, কিন্তু জানতাম না ভবিষ্যতের জন্য কী অপেক্ষা করে রয়েছে। নতুন চরিত্রে অভিনয় করতে পেরে, স্বীকৃতি পেয়ে তাই দারুণ লেগেছে।’
বড় পর্দার হ্যারি পটার আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে একটাই চরিত্রে অভিনয় করা অ্যাংজাইটি বাড়িয়ে তুলেছিল। তাই আমার মনে হয়, যত বেশি সম্ভব চরিত্রে অভিনয় করা যায়, ততই ভালো। এই মুহূর্তে আমি সেটাই করছি।’
২০০১ সাল থেকে ২০১১ পর্যন্ত টানা ১০ বছর ধরে হ্যারি পটার সিরিজের মোট ৮টা সিনেমা মুক্তি পায়। জে কে রাউলিংয়ের লেখা বিখ্যাত উপন্যাসের সব ক’টা ভাগই তুলে ধরা হয়েছিল বড় পর্দায়। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল প্রায় প্রতিটি সিনেমা। আর সেখানেই নাম ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল। হ্যারি পটার যেমন তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি ও স্বীকৃতি দিয়েছিল, তেমনই একটি নির্দিষ্ট চরিত্রে সাফল্য ড্যানিয়েলকে ফেলেছিল অনিশ্চয়তায়।
অভিনেতা একটি নির্দিষ্ট চরিত্রে টাইপকাস্ট হয়ে পড়ার আশঙ্কায় কতটা প্রবলভাবে ভুগতেন, সেটা স্পষ্ট হয়েছে তাঁর কথাতেই। নির্দিষ্ট কোনো ফ্র্যাঞ্চাইজির একটি চরিত্রে সাফল্য খুব কম অভিনেতা পেয়েছেন। আবার সেই সাফল্যের একটা নেগেটিভ দিক রয়েছে। অন্য ক্যারেক্টারে সেই অভিনেতা-অভিনেত্রীদের সহজে মেনে নিতে হয়তো পারেন না দর্শক।
আবার অনেক ক্ষেত্রে পরের সিনেমাগুলোর কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য আসে না। দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাসের কথা এ ক্ষেত্রে ধরা যেতে পারে। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির সুপারহিট সিনেমার পর তেমন সাফল্য পাননি তিনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে