অস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর
এগিয়ে আসছে একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৯৭তম আসরের দিনক্ষণ। আগামী ৩ মার্চ দেওয়া হবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার। গোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম হিসেবে হাজির হয় অস্কার। এসব আসরে পুরস্কার পাওয়া সিনেমা কিংবা শিল্পীরাই এগিয়ে থাকেন অস্কার