Ajker Patrika

দেশের প্রথম প্লেটিং রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং—সিজন ২’, অংশ নিয়ে জিতে নিন ২০ লাখ টাকা

বিজ্ঞপ্তি
সংবাদ সম্মেলনে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম। ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেল ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজন। এবারের সিজনে অংশ নিয়ে যিনি প্লেটিং মায়েস্ট্রো হবেন, তিনি পাবেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। এ ছাড়া প্রথম রানারআপ পাবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা ও শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিনার সেটসহ মোট ২০ লাখ টাকার পুরস্কার।

গতকাল এক সংবাদ সম্মেলনে আকিজ টেবিলওয়্যারের পক্ষ থেকে আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘প্রথম সিজনে আমরা প্রচুর সাড়া পাই, যার কারণে এবার আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে আনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুড প্লেটিংয়ের আর্টে আমাদের সংস্কৃতি ও নিজস্ব গল্প পুরো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতে আমাদের এই প্রচেষ্টা।

প্রথম সিজনে অসংখ্য দর্শক জনপ্রিয়তা পাওয়ার পর ভিন্নধর্মী এই রিয়েলিটি শোর দ্বিতীয় সিজন এবার দেখা যাবে জাতীয় টেলিভিশনের পর্দায়। এনটিভি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই শো। প্রাথমিকভাবে নিজের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে তা ওয়েবসাইটে জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার-বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জনকে বাছাই করা হবে। যাঁরা পরে সুযোগ পাবেন টেলিভিশনের সামনে নিজের আর্ট ও প্লেটিং স্কিল তুলে ধরার।

গতকাল (৪ ফেব্রুয়ারি) একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা। তাঁরা আসন্ন এই সিজন নিয়ে যাবতীয় তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

তাঁরা জানান, ফুড প্লেটিংকে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশে পরিচিত করা এবং লোকাল ট্যালেন্টদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ করে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

দেশ ও দেশের বাইরে নিজেকে চেনানোর এই সুযোগ পেতে অংশগ্রহণকারীরা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত