মহারানির প্রয়াণ দিবস আজ
‘সুচিত্রা সেন হতে চাও?’ এটি ঠিক প্রবাদ নয়। এক ভীষণ প্রভাব থেকে প্রজন্মকে বাঁচানোর যেন এক সকরুণ আর্তি ছিল এককালে। ষাটের দশকের পর থেকে দুই বাংলার নারীরা প্রায় তিন দশক যাঁর চলাফেরা, ফ্যাশন, কথা বলার ধরন কিংবা ব্যক্তিত্ব ‘নকল’ করে গেছেন, তাঁর নাম সুচিত্রা সেন। নারীদের মধ্যে কী ভীষণ প্রভাব যে তাঁর ছিল, স