Ajker Patrika

এ বছর ‘গোল্ডেন গ্লোবস’ পুরস্কার জিতলেন যাঁরা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭: ৪২
এ বছর ‘গোল্ডেন গ্লোবস’ পুরস্কার জিতলেন যাঁরা

অস্কারের পর সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে স্বনামধন্য পরিচালক স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের এ পুরস্কার ঘোষণা করা হয়।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮০তম আসরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। দ্য ফ্যাবেলম্যানস ড্রামা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮০তম আসরের সর্বাধিক আটটি শাখায় মনোনীত হয়েছিল ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ সিনেমাটি।

মার্টিন ম্যাকডোনা পরিচালিত এই ডার্ক কমেডি মিউজিক্যাল ও কমেডি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। ‘এলভিস’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ড্রামা) ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অভিনেতা অস্টিন বাটলার।

‘টার’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর (ড্রামা) পুরস্কার জিতেছেন অভিনেত্রী কেট ব্ল্যানচেট। সেরা অভিনেতা (মিউজিক্যাল ও কমেডি) ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ অভিনেতা কলিন ফেরেল। সেরা অভিনেত্রী (মিউজিক্যাল ও কমেডি) ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন কে হই কোয়ান তাঁ ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক গুইলারমো দেল তোরো ও মার্ক গুস্তাফসনের চলচ্চিত্র ‘গুইয়ের্মো দেল তোরোস পিনোকিও’। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র পুরস্কার জিতেছে পরিচালক সান্তিয়াগো মিট্রের ‘আর্জেন্টিনা, ১৯৮৫’। সিনেমাটি দক্ষিণ ভারতের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলির ‘আর আর আর’কে হারিয়ে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কারটি জিতে নেয়।

এই ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছিল অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), ক্লোজ (বেলজিয়াম/ফ্রান্স/নেদারল্যান্ডস), ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া)।

সেরা গানের পুরস্কার জিতেছে পরিচালক এস এস রাজামৌলির আর আর আরের গান ‘নাটু নাটু’। গানটির সুরকার ও সংগীত পরিচালক এম এম কিরাবাণী। এর গীতিকবি কালা ভৈরবা ও রাহুল সিপলিগুঞ্জ।

এ বছর ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র ‘দ্য ফ্যাবেলম্যানস’-এর সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘এলভিস’, ‘টার’ এবং ‘টপ গান: ম্যাভেরিক’। মিউজিক্যাল ও কমেডি ক্যাটাগরিতে ‘দ্য ব্যানশিস অব ইনিশেরিনের’ সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিল ‘ব্যাবিলন’, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’, ‘গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্টেরি’ ও ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...