পুলিশে গাছাড়া ভাব, দক্ষতা নিয়েও প্রশ্ন
পুলিশে পদায়নের জায়গা নিয়ে সংকট থাকলেও পদোন্নতির কমতি নেই। কিন্তু এত পদের ভিড়েও মাঠপর্যায়ে কর্মকর্তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রশ্ন আছে পুলিশের অতিমাত্রায় প্রযুক্তিনির্ভরতা নিয়ে। মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল ফরেনসিক পরীক্ষার বাইরে যেন অন্ধকারে তদন্তকারীরা।