ছবিতে ছবিতে চোখের জলে বার্সাকে মেসির বিদায়
ন্যু ক্যাম্পের বাইরে হাজারো মানুষের ভিড়। একজন একজন করে খেলোয়াড় ঢুকছেন স্টেডিয়ামে। তাঁদের দিকে কোনো নজরই নেই উৎসুক জনতার। তাঁদের দৃষ্টি খুঁজে ফিরেছে একজনকে। তিনি লিওনেল মেসি। বার্সেলোনা তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়টি অবশেষে ন্যু ক্যাম্পে এলেন। চোখের জলে বিদায় বললেন প্রিয় বার্সেলোনাকে।