Ajker Patrika

মেসির বিষয়ে খবর রাখছেন পচেত্তিনো

মেসির বিষয়ে খবর রাখছেন পচেত্তিনো

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি হয়নি লিওনেল মেসির। পরশু এ খবর ছড়িয়ে পড়তেই ইউরোপের বড় ক্লাবগুলো নড়েচড়ে বসেছে। সবচেয়ে বেশি আলোচনায় আছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসির সম্ভাব্য ঠিকানা হিসেবে পিএসজির কথা ভাবছে অনেকে। ফরাসি ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনোও জানিয়েছেন, মেসির বিষয়ে খোঁজ রাখছেন তাঁরা। 

ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। বার্সেলোনায় লিওনেল মেসির শেষটা যেন সেই কথাটাই আরেকবার প্রমাণ করল। আগের মৌসুমে প্রায় যেতে যেতে থেকে যাওয়া মেসি এই মৌসুমে থাকতে থাকতে চলেই গেলেন!

এখন কোটি টাকার প্রশ্ন, এরপর মেসির গন্তব্য কোথায়? আক্ষরিক অর্থেই কোটি টাকার প্রশ্ন। তাঁকে কিনতে তো কোটি কোটি টাকাই লাগবে! তা কোন দল তাঁকে কিনতে যাচ্ছে? প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার সিটি নাকি বায়ার্ন মিউনিখে? তবে পিএসজি বাদে অন্য কোনো ক্লাব কোনো কিছু খোলাসা করেনি। পিএসজি কোচ পচেত্তিনোও জানিয়েছেন, মেসির বিষয়ে খোঁজখবর রাখছেন তারা।

তবে এ নিয়ে আপাতত এর বেশি আর কিছু বলতে চাননি পচেত্তিনো। ক্লাবের নীতি নির্ধারকেরা বাকি ব্যাপারগুলো দেখবেন। পচেত্তিনো জানিয়েছেন, ক্লাবের উন্নয়নে পরিচালকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করছেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত