Ajker Patrika

নেইমার-রামোস-এমবাপ্পেদের সঙ্গে খেলার অপেক্ষায় মেসি 

নেইমার-রামোস-এমবাপ্পেদের সঙ্গে খেলার অপেক্ষায় মেসি 

নেইমার তো তাঁর পুরোনো বন্ধু। পিএসজিতে এসে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পুরোনো সম্পর্কটা ঝালাই করে নিতে পারবেন লিওনেল মেসি। গড়ে তুলতে পারবেন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নতুন বন্ধুত্বও। 

বার্সেলোনায় থাকতে যার সঙ্গে ছিল দা-কুমড়া সম্পর্ক সেই সার্জিও রামোসকেও সতীর্থ হিসেবে পাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পুরোনো অতীত ভুলে প্যারিসে নেইমার-রামোস-এমবাপ্পেদের সঙ্গে নতুন এক সম্পর্ক গড়ে তোলার আশায় আছেন সাবেক বার্সা মহাতারকা। 

সব আনুষ্ঠানিকতা সেরে মেসি এখন পিএসজির খেলোয়াড়। লিগ ওয়ানের দলটির হয়ে মাঠে নামার আগে মেসিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সবার সঙ্গে পরিচয় করে দেওয়া হলো। সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন উঠল নেইমার-এমবাপ্পে-রামোসদের বিষয়ে। 

হাসি মুখেই মেসি বললেন, ‘এটা বেশ রোমাঞ্চকর একটা বিষয়। আমি নিজেও এ বিষয়ে বেশ খুশি। দলটা অসাধারণ। এমন একটা দলের সঙ্গে প্রতিদিন সময় কাটানো, অনুশীলন করতে চাই কারণ এখানে সবাই বিশ্বের সেরা খেলোয়াড়। এটা সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা।’ 

পিএসজির হয়ে কবে মাঠে নামবেন সেটা অবশ্য এখনো নিশ্চিত করতে পারেননি মেসি, ‘আমি এক মাসের বেশি মাঠের খেলায় নেই। কোচের সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। যখন আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হব, তখনই মাঠে নামব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত