Ajker Patrika

পিএসজির সঙ্গে মেসির চুক্তি চূড়ান্ত

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৭: ০৩
পিএসজির সঙ্গে মেসির চুক্তি চূড়ান্ত

নানা আলোচনা, গুঞ্জন ও নাটকীয়তা শেষে প্যারিস সেন্ট জার্মেইয়েই (পিএসজি) যাচ্ছেন লিওনেল মেসি। মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি চূড়ান্ত হয়েছে আজ। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মেসি–পিএসজি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি সংবাদমাধ্যম লে কিপে। তাদের খবর অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলবেন মেসি। পিএসজিতে সব মিলিয়ে প্রতি মৌসুমে মেসির আয় হবে ৩৫ মিলিয়ন ইউরো।

এর আগে মেসি–বার্সেলোনা চুক্তি ভেস্তে যাওয়ার পর সবার চোখ ছিল তাঁর সম্ভাব্য নতুন গন্তব্যের দিকে। শুরুতে ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম এক সঙ্গেই আলোচনায় এসেছিল। তবে সিটি ঘোষণা দিয়েই মেসিকে দলে টানার দৌড় থেকে সরে আসে। এরপর মেসির সঙ্গে দর-কষাকষিতে টিকে ছিল কেবল পিএসজি।

এরপর ন্যু ক্যাম্পের বিদায়ী ভাষণে পিএসজির সঙ্গে কথা হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন মেসি নিজেও। সেই আলোচনায় এবার আলোর মুখ দেখল।

এর মধ্যে মেসি–পিএসজি চুক্তির সময়ের ব্যাপার বলে খবর প্রকাশ করে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য আতলেতিক। তারা জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে মেসির সঙ্গে পিএসজির চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে। তাদের সেই খবরের ২৪ ঘণ্টা না পেরোতেই এবার চূড়ান্ত ঘোষণা আসল।

উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার আগ মুহূর্তে গত শুক্রবার রাতে হঠাৎ সবকিছু উল্টো দিকে মোড় নেয়। বার্সা কর্তৃপক্ষ জানায়, মেসি ও বার্সেলোনা দুই পক্ষই চুক্তি চূড়ান্ত করার ঐকমত্যে পোঁছানোর পরেও লা লিগার নীতিমালার কারণে মেসি ধরে রাখা সম্ভব হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত