এই শিকার, এই গান কোকাবুরার
উচ্চ স্বরে গান গায়, হাসলে হাসতেই থাকে, দেখতেও খুব মিষ্টি। শিকারের প্রয়োজনে আবার এই নরম স্বভাবটা এরা মুহূর্তেই বদলে ফেলে। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে ইঁদুর, ব্যাঙ, সাপসহ বিভিন্ন সরীসৃপের ওপর। এদের চিৎকার রাতের নিস্তব্ধতায় খুবই ভয়ংকর শোনায়। দিনের আলোয় যা অনেকটাই মানুষের হাসির মতো মনে হবে। বহু গুণের অধিকারী