Ajker Patrika

পাখির জন্য এক তরুণের ভালোবাসা

মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬: ২০
পাখির জন্য এক তরুণের ভালোবাসা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারতসীমান্তবর্তী গ্রামগুলোতে অসংখ্য পাখি দুই দেশে আসা-যাওয়া করে। ভারত থেকে আসা এসব পাখি অনেক সময় শিকারিদের হাতে ধরা পড়ে। ছয় বছর ধরে এসব পাখির প্রতি ভালোবাসা দেখিয়ে নিরাপত্তার জন্য কাজ করছেন উপজেলার তোফায়েল চৌধুরী নামের এক কলেজছাত্র।

সীমান্তে কেউ পাখি শিকার করছেন—এমন খবর পেলে ছুটে যান তোফায়েল। রক্ষা করেন সেই পাখিকে। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছেন স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, দুই দেশের পাখি রক্ষায় কাজ শুরু করেন ২০১৫ সাল থেকে। একসময় নিজে একা পাখির জন্য কাজ করলেও বর্তমানে তিনি ‘সীমান্ত পাখি রক্ষা’ নামে একটি সংগঠন করেছেন। দুই দেশের পাখিদের নিরাপদে থাকা ও খাবারের ব্যবস্থা করছেন তাঁরা। পাশাপাশি পাখিদের জন্য নিরাপদ স্থানগুলো চিহ্নিত করে গড়ে তুলেছেন অভয়াশ্রম। তোফায়েল চৌধুরীসহ সংগঠনের ১৩ জন মিলে আখাউড়ায় ভারতসীমান্তবর্তী আবদুল্লাহপুর, সাহেবনগর, বঙ্গেরচর, হীরাপুর, কালিকাপুর, আনন্দপুর ও রাজেন্দ্রপুরসহ আশপাশের গ্রামে পাখি রক্ষায় কাজ করে যাচ্ছেন প্রতিদিন।

সীমান্ত পাখি রক্ষা সংগঠনের আহ্বায়ক তোফায়েল চৌধুরী জানান, টিউশনির টাকা থেকে প্রথমে সীমান্তে পাখির জন্য কাজ শুরু। পরবর্তীতে বন্ধু ও স্বজনরা তাঁর এই কাজে সহায়তা করেন। সংগঠনের সদস্য কামরুল ইসলাম জানান, তাঁরা নিজেদের অর্থে সীমান্তে পাখিদের রক্ষায় কাজ করছেন।

এই ব্যাপারে পরিবেশবিদ তাকছির এম চৌধুরী জানান, পরিবেশের সঙ্গে পাখির সম্পর্ক সুগভীর। তোফায়েলকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হলে তিনি সীমান্তে পাখির জন্য আরও ভালো কাজ করবে। তার এই কাজে সমাজ ও দেশের পরিবেশ উপকৃত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত