রাতভর রাজ-মিমের ফোনালাপ
ধীরে ধীরে সিনেমা হলে বাড়ছে দর্শক, অন্যদিকে বাড়ছে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা। নানা কারণেই তারকাদের ঘরের খবর দরজা পেরিয়ে চলে আসছে বাইরে। শাকিব-অপু-বুবলীর পর গত তিন দিন আলোচনার ঝড় বইছে রাজ, পরী আর মিমকে নিয়ে। এই তিনের সঙ্গে জড়িয়েছে পরিচালক রায়হান রাফীর নামও। রাফী জানিয়েছেন, এই মুহূর্তে ‘দামাল’ সিন