নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে গত ২৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এত দিন যেন বেশ ঝিমিয়েই ছিল এই টুর্নামেন্ট।
হঠাৎই টুর্নামেন্টে ফিরল প্রাণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেটের সামনে আজ অপেক্ষায় হাজার হাজার মানুষ। এসব মানুষ হকির স্টেডিয়ামে এসেছিলেন কোনো খেলোয়াড় দেখতে নয়, বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিকে এক নজর দেখার জন্য। এমনকি দর্শকের চাপে ফটকে ভেঙে যাওয়ার কানাঘুষা শোনা গেল এ সময়!
আজ ওয়ালটন ঢাকা ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ম্যাচের আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আসেন পরীমনি ও তাঁর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। চিত্র জগতের এই জনপ্রিয় দম্পতিকে দেখতে হকির মাঠে জড়ো হোন অসংখ্য উৎসুক জনতা। পরি-রাজ এসেছেন। দর্শকদের ভালোবাসা নিয়েছেন। বিনোদন দিয়েছেন হকির স্টিকে গোল করে। স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকলেও চিত্রতারকা দম্পতির আলোয় আলোকিত হয়েছে হকির টার্ফ। পরীর আগে হকির মাঠে এসেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা নাজিফা তুষি।
বরিশালে নানি বাড়ি পরীর। তিনি মাঠে আসার আগে রূপায়ণ সিটি কুমিল্লার কাছে হেরে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। সেই হারে অবশ্য আক্ষেপ নেই। জানালেন হকির খেলা দেখতে এসেই খুশি তিনি, ‘যখন জানলাম হকির মাঠে তখন থেকেই একটা রোমাঞ্চ কাজ করছিল। এত দর্শক দেখে আসলেই ভালো লাগছিল।’
স্বামী-স্ত্রী মিলে মাঠে খেলেছেন। রাজ গোল করতে না পারলেও পরী পেরেছেন। রাজের কৌতুক, ‘ও সব সময় গোল দেয়।’ হকি স্টিক হাতে আরও বললেন, ‘পরান সিনেমায় কিন্তু আমার হাতে হকি ছিল। হকি দিয়ে মারামারি হয়। একটা বল আরেকটা মানুষ।’
কৌতুক থামিয়ে দেশের হকি নিয়ে স্বপ্নই দেখছেন বলে জানালেন রাজ, ‘৯০ 'এর দশকে হকি ভীষণ জনপ্রিয় ছিল। এই চ্যাম্পিয়নস ট্রফির কারণে হকি আবারও জনপ্রিয় হয়ে উঠুক। আমি বাংলাদেশকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে।’ স্বামীর কথার সুরে কণ্ঠ মিলিয়ে পরী বললেন, ‘সুযোগ পেলে আবারও খেলা দেখতে আসতে চাই।’
বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে গত ২৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এত দিন যেন বেশ ঝিমিয়েই ছিল এই টুর্নামেন্ট।
হঠাৎই টুর্নামেন্টে ফিরল প্রাণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেটের সামনে আজ অপেক্ষায় হাজার হাজার মানুষ। এসব মানুষ হকির স্টেডিয়ামে এসেছিলেন কোনো খেলোয়াড় দেখতে নয়, বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিকে এক নজর দেখার জন্য। এমনকি দর্শকের চাপে ফটকে ভেঙে যাওয়ার কানাঘুষা শোনা গেল এ সময়!
আজ ওয়ালটন ঢাকা ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ম্যাচের আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আসেন পরীমনি ও তাঁর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। চিত্র জগতের এই জনপ্রিয় দম্পতিকে দেখতে হকির মাঠে জড়ো হোন অসংখ্য উৎসুক জনতা। পরি-রাজ এসেছেন। দর্শকদের ভালোবাসা নিয়েছেন। বিনোদন দিয়েছেন হকির স্টিকে গোল করে। স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকলেও চিত্রতারকা দম্পতির আলোয় আলোকিত হয়েছে হকির টার্ফ। পরীর আগে হকির মাঠে এসেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা নাজিফা তুষি।
বরিশালে নানি বাড়ি পরীর। তিনি মাঠে আসার আগে রূপায়ণ সিটি কুমিল্লার কাছে হেরে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। সেই হারে অবশ্য আক্ষেপ নেই। জানালেন হকির খেলা দেখতে এসেই খুশি তিনি, ‘যখন জানলাম হকির মাঠে তখন থেকেই একটা রোমাঞ্চ কাজ করছিল। এত দর্শক দেখে আসলেই ভালো লাগছিল।’
স্বামী-স্ত্রী মিলে মাঠে খেলেছেন। রাজ গোল করতে না পারলেও পরী পেরেছেন। রাজের কৌতুক, ‘ও সব সময় গোল দেয়।’ হকি স্টিক হাতে আরও বললেন, ‘পরান সিনেমায় কিন্তু আমার হাতে হকি ছিল। হকি দিয়ে মারামারি হয়। একটা বল আরেকটা মানুষ।’
কৌতুক থামিয়ে দেশের হকি নিয়ে স্বপ্নই দেখছেন বলে জানালেন রাজ, ‘৯০ 'এর দশকে হকি ভীষণ জনপ্রিয় ছিল। এই চ্যাম্পিয়নস ট্রফির কারণে হকি আবারও জনপ্রিয় হয়ে উঠুক। আমি বাংলাদেশকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে।’ স্বামীর কথার সুরে কণ্ঠ মিলিয়ে পরী বললেন, ‘সুযোগ পেলে আবারও খেলা দেখতে আসতে চাই।’
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে