Ajker Patrika

‘পরী সব সময় গোল দেয়’, বললেন রাজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘পরী সব সময় গোল দেয়’, বললেন রাজ 

বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে গত ২৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এত দিন যেন বেশ ঝিমিয়েই ছিল এই টুর্নামেন্ট।

হঠাৎই টুর্নামেন্টে ফিরল প্রাণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেটের সামনে আজ অপেক্ষায় হাজার হাজার মানুষ। এসব মানুষ হকির স্টেডিয়ামে এসেছিলেন কোনো খেলোয়াড় দেখতে নয়, বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিকে এক নজর দেখার জন্য। এমনকি দর্শকের চাপে ফটকে ভেঙে যাওয়ার কানাঘুষা শোনা গেল এ সময়!

আজ ওয়ালটন ঢাকা ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ম্যাচের আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আসেন পরীমনি ও তাঁর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। চিত্র জগতের এই জনপ্রিয় দম্পতিকে দেখতে হকির মাঠে জড়ো হোন অসংখ্য উৎসুক জনতা। পরি-রাজ এসেছেন। দর্শকদের ভালোবাসা নিয়েছেন। বিনোদন দিয়েছেন হকির স্টিকে গোল করে। স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকলেও চিত্রতারকা দম্পতির আলোয় আলোকিত হয়েছে হকির টার্ফ। পরীর আগে হকির মাঠে এসেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা নাজিফা তুষি।

বরিশালে নানি বাড়ি পরীর। তিনি মাঠে আসার আগে রূপায়ণ সিটি কুমিল্লার কাছে হেরে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। সেই হারে অবশ্য আক্ষেপ নেই। জানালেন হকির খেলা দেখতে এসেই খুশি তিনি, ‘যখন জানলাম হকির মাঠে তখন থেকেই একটা রোমাঞ্চ কাজ করছিল। এত দর্শক দেখে আসলেই ভালো লাগছিল।’

স্বামী-স্ত্রী মিলে মাঠে খেলেছেন। রাজ গোল করতে না পারলেও পরী পেরেছেন। রাজের কৌতুক, ‘ও সব সময় গোল দেয়।’ হকি স্টিক হাতে আরও বললেন, ‘পরান সিনেমায় কিন্তু আমার হাতে হকি ছিল। হকি দিয়ে মারামারি হয়। একটা বল আরেকটা মানুষ।’ 

কৌতুক থামিয়ে দেশের হকি নিয়ে স্বপ্নই দেখছেন বলে জানালেন রাজ, ‘৯০ 'এর দশকে হকি ভীষণ জনপ্রিয় ছিল। এই চ্যাম্পিয়নস ট্রফির কারণে হকি আবারও জনপ্রিয় হয়ে উঠুক। আমি বাংলাদেশকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে।’ স্বামীর কথার সুরে কণ্ঠ মিলিয়ে পরী বললেন, ‘সুযোগ পেলে আবারও খেলা দেখতে আসতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত