চীন থেকে যুক্তরাষ্ট্রে যেতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক
চীন থেকে আসা পর্যটকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। চীনে নতুন করে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভারতও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।