যখন যেমন ব্যাগ
বক্স, ত্রিভুজ ও গোল বিভিন্ন আকৃতির হয় ক্লচব্যাগ। এসব ব্যাগের ভেতরে জিপার থাকে এবং ওপরে বাড়তি সুরক্ষার জন্য ফ্ল্যাপের সঙ্গে ম্যাগনেট দেওয়া থাকে। সাধারণত এ ধরনের ব্যাগে টাকা, লিপস্টিক, আইলাইনারের মতো ছোট কয়েকটি জিনিস রাখা যায়। সন্ধ্যাকালীন পার্টির জন্য উপযোগী এ ধরনের ব্যাগ।