নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাগা মরিচের সস দিয়ে আরামে খাচ্ছেন পিৎজা। কিংবা বিরিয়ানিতে থাকা সবুজ মরিচে আনমনে দিয়েছেন কামড়। তারপর? সে অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। লাফঝাঁপ করে, গ্লাসের পর গ্লাস পানি খেয়েও মরিচের ঝাল যায়নি; বরং একটু বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে।
এই পুরো ঘটনা ঘটে আমাদের অজ্ঞতার কারণে। পানি ঝাল কমায় না। মরিচের মধ্যে থাকা ক্যাপসেইসিন উপাদানটি মূলত একধরনের প্রাকৃতিক তেল। তেলে আর জল কি মেশে? মেশে না। কিন্তু অতিরিক্ত ঝাল কমানো যাবে সহজে। ঝাল খাওয়ার পর খেয়ে নিন:
দুধ ও দুগ্ধজাত খাবার
ঝাল কমাতে দুধ ও দুগ্ধজাত খাবার জাদুর মতো কাজ করে। এক চুমুক ঠান্ডা দুধ বা এক চামচ টক দই মুখ থেকে বার্নিং সেনসেশন দূর করে। ডেইরি প্রোডাক্টে কেসিন নামের একটি উপাদান রয়েছে, যা মরিচের ক্যাপসেইসিন ও পিপারিন নামের রাসায়নিককে ভেঙে ফেলে। তাই মুখে ঝাল অনুভূতি কমে যায় নিমেষেই।
মধু
ঝাল যখন খেয়েই ফেলেছেন, এক কাজ করুন। চটজলদি আধা চা-চামচ মধু মুখে পুরে নিন। মধু তৈলাক্ত ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে এর কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে পড়ে।
শর্করাজাতীয় খাবার
ঝালের সমস্যা টেবিলে বসেই সমাধান সম্ভব। এক চামচ সাদা ভাত মুখে তুলে নিন। ব্যস, সব ঠিক এবার। ভাত ছাড়াও শর্করাজাতীয় অন্যান্য খাবার, যেমন আলু ও
রুটি জিভে একটি প্রলেপ তৈরি করে ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে ঝালও যায় চলে।
ক্ষারজাতীয় খাবার
জিভ থেকে অতিরিক্ত ঝাল দূর করতে ক্ষারজাতীয় খাবার ভালো কাজ করে। এ ধরনের খাবার ঝাঁজালো মসলার অ্যাসিডিটি নিষ্ক্রিয় করে দেয়। এ ক্ষেত্রে ঝাল কমাতে কয়েক টুকরো টমেটো ভালো করে চিবিয়ে খেয়ে ফেলুন। এ ছাড়া লেবু, কমলা ও আনারসের মতো ক্ষারযুক্ত ফলও ঝাল তাড়াতে দারুণ কার্যকরী।
সূত্র: এনডিটিভি ফুড
নাগা মরিচের সস দিয়ে আরামে খাচ্ছেন পিৎজা। কিংবা বিরিয়ানিতে থাকা সবুজ মরিচে আনমনে দিয়েছেন কামড়। তারপর? সে অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। লাফঝাঁপ করে, গ্লাসের পর গ্লাস পানি খেয়েও মরিচের ঝাল যায়নি; বরং একটু বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে।
এই পুরো ঘটনা ঘটে আমাদের অজ্ঞতার কারণে। পানি ঝাল কমায় না। মরিচের মধ্যে থাকা ক্যাপসেইসিন উপাদানটি মূলত একধরনের প্রাকৃতিক তেল। তেলে আর জল কি মেশে? মেশে না। কিন্তু অতিরিক্ত ঝাল কমানো যাবে সহজে। ঝাল খাওয়ার পর খেয়ে নিন:
দুধ ও দুগ্ধজাত খাবার
ঝাল কমাতে দুধ ও দুগ্ধজাত খাবার জাদুর মতো কাজ করে। এক চুমুক ঠান্ডা দুধ বা এক চামচ টক দই মুখ থেকে বার্নিং সেনসেশন দূর করে। ডেইরি প্রোডাক্টে কেসিন নামের একটি উপাদান রয়েছে, যা মরিচের ক্যাপসেইসিন ও পিপারিন নামের রাসায়নিককে ভেঙে ফেলে। তাই মুখে ঝাল অনুভূতি কমে যায় নিমেষেই।
মধু
ঝাল যখন খেয়েই ফেলেছেন, এক কাজ করুন। চটজলদি আধা চা-চামচ মধু মুখে পুরে নিন। মধু তৈলাক্ত ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে এর কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে পড়ে।
শর্করাজাতীয় খাবার
ঝালের সমস্যা টেবিলে বসেই সমাধান সম্ভব। এক চামচ সাদা ভাত মুখে তুলে নিন। ব্যস, সব ঠিক এবার। ভাত ছাড়াও শর্করাজাতীয় অন্যান্য খাবার, যেমন আলু ও
রুটি জিভে একটি প্রলেপ তৈরি করে ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে ঝালও যায় চলে।
ক্ষারজাতীয় খাবার
জিভ থেকে অতিরিক্ত ঝাল দূর করতে ক্ষারজাতীয় খাবার ভালো কাজ করে। এ ধরনের খাবার ঝাঁজালো মসলার অ্যাসিডিটি নিষ্ক্রিয় করে দেয়। এ ক্ষেত্রে ঝাল কমাতে কয়েক টুকরো টমেটো ভালো করে চিবিয়ে খেয়ে ফেলুন। এ ছাড়া লেবু, কমলা ও আনারসের মতো ক্ষারযুক্ত ফলও ঝাল তাড়াতে দারুণ কার্যকরী।
সূত্র: এনডিটিভি ফুড
হাঁসের মাংস খেতে ইচ্ছা হলে বাড়িতেই রেঁধে ফেলা ভালো। আপনাদের জন্য সুস্বাদু উপায়ে হাঁসের মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
৬ ঘণ্টা আগেযুগে যুগে ফ্যাশন পরিবর্তন হয়েছে। ইউরোপে একসময় পিঠে কেপ, গলায় রাফল ও করসেট ছিল প্রচলিত পোশাক। এখন এসব হারিয়ে গেলেও নতুন নতুন ফ্যাশনের উদ্ভব ঘটছে। চীনে বর্তমানে এমনই এক নতুন ফ্যাশন ট্রেন্ড দেখা যাচ্ছে—‘ফেসকিনি’।
৬ ঘণ্টা আগেচীনের প্রাকৃতিক বৈচিত্র্য এই মনোমুগ্ধকর দৃশ্য সব সময় ভ্রমণপিয়াসি ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের আকর্ষণ করে এসেছে। মহাপ্রাচীর থেকে শুরু করে পোড়ামাটির সৈন্যবাহিনী মতো স্থাপনা—প্রতিটি পর্যটন গন্তব্যে আছে অনন্য অভিজ্ঞতার হাতছানি। এসবের পাশাপাশি আরও একটি বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে চীনের পূর্বাঞ্চলীয় চচিয়া
৯ ঘণ্টা আগেবিশ্বের যেকোনো আন্তর্জাতিক বিমানযাত্রার ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক নিয়মাবলি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কিছু জিনিস কেবিন ব্যাগে বহন করা যায় না।
১১ ঘণ্টা আগে