Ajker Patrika

ঘন চুল পেতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৩: ৩০
ঘন চুল পেতে

চাল ধোয়ার সময় ওপরে যে ঘোলা পানি থাকে তা দিয়েই চুল সুন্দর করা যায়।

যেভাবে ব্যবহার করবেন

  • এক কাপ চালে এক কাপ পানি দিন। এরপর ঝাঁঝরিতে চাল নিয়ে পানি সংরক্ষণ করুন। ময়লা ভেসে থাকলে সেগুলো সরিয়ে নিন।
  • চাল ধোয়া এই পানি চামচ বা বিটার দিয়ে নাড়তে থাকুন। পানি ঘোলা না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর ১২ থেকে ২৪ ঘণ্টার জন্য পানি রেখে দিন।
  • এতে প্রক্রিয়াজাত হয়ে চালের সব ভিটামিন ও মিনারেল বের হয়ে আসবে। তবে কোনোভাবেই এই পানি ২৪ ঘণ্টার বেশি সময় ধরে রাখা যাবে না।
  • তাৎক্ষণিক ব্যবহারের জন্য শ্যাম্পুর খালি বোতলে করে অল্প পরিমাণে পানি নিন। বাকিটা ফ্রিজে রাখুন। এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
  • প্রতিবার শ্যাম্পু শেষে এই পানি চুলে লাগান। ২ থেকে ৫ মিনিট পর্যন্ত চুলে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন লাগালেই মজবুত ও ঘন চুল পাবেন। রং করা চুলে দিলে ক্ষতির আশঙ্কা কমে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত