এবার নৌকার হাত ধরে মাঠের নায়ক হতে চাই: ফেরদৌস
‘সিনেমার নায়ক আছি, এখন নৌকার হাত ধরে মাঠের নায়ক হতে চাই, মানুষের নায়ক হতে চাই’। এমন আকাঙ্ক্ষার কথাই বলেছেন নায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিলে অবশ্যই নির্বাচন করব। আর না দিলেও নৌকা মার্কার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে থাকব এবং নৌকার প্রচারে কাজ করে যাব।’