Ajker Patrika

সাকিবের মনোনয়নে মাগুরায় বন্ধুদের উল্লাস, ভিড় নেই দলীয় নেতা-কর্মীদের 

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯: ৫০
সাকিবের মনোনয়নে মাগুরায় বন্ধুদের উল্লাস, ভিড় নেই দলীয় নেতা-কর্মীদের 

মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নিজ বাড়ি কেশব মোড় এলাকায় আনন্দ-উল্লাস করেছেন তাঁর বন্ধু ও ভক্তরা। এলাকায় বাড়ির সামনে বিজিবি ও পুলিশের নিরাপত্তার মধ্যেই চলছে এই উল্লাস।

মনোনয়ন ঘোষণার আগে আজ রোববার বেলা ৩টার পর সাকিবের বাড়িতে বিজিবি মোতায়ের করতে দেখা যায়। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সাকিবের বাড়িসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। 

সাকিব আল হাসানের মনোনয়ন নিশ্চিত হলে ‘সাকিব সাকিব’ বলে তাঁর বাড়ির গেটে স্লোগান তোলেন বন্ধুরা। তবে এ সময় জেলা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর সেখানে দেখা মেলেনি। 

সাকিবের বাবা মাশরুল রেজা কুটিল আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিব ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করেছে। এখন মানুষের সেবা করবে নৌকার একজন জনপ্রতিনিধি হয়ে। সে এখন ঢাকায়। মাগুরা এলে আমরা পরবর্তী বিষয় জানাতে পারব।’

রাশেদুজ্জামান রনি নামের এক ব্যক্তি বলেন, ‘বন্ধু সাকিব মনোনয়ন পেয়েছে, আমরা খুশি। শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’ 

রিকশাচালক সালমান মিয়া বলেন, ‘আমি খুব খুশি। সে খুব ভালো করবে মাগুরায়।’ 

মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য আছেন সাইফুজ্জামান শিখর। দুই আসনে চারবার নির্বাচিত বীরেন শিকদার এবারও মনোনয়ন পেয়েছেন। 

সাকিবের মনোনয়নে তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগের কাউকে তাঁর বাড়িতে দেখা যায়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু আজকের পত্রিকাকে জানান, সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত