সব আলোয় আলো হয়ে উঠল
শিল্পী বাডি হোলি বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর একজন আমার হাতে একটি রেকর্ড তুলে দেয়, যেখানে ‘কটনফিল্ড’ গানটি ছিল। সেই রেকর্ডটি তৎক্ষণাৎ আমার জীবন বদলে দেয়। এমন একটি বিশ্বে পৌঁছে দেয়, যেখানে আমি কখনো যাইনি। যেন একটা বিস্ফোরণই ঘটে গিয়েছিল। এত দিন অন্ধকারের মধ্যে হাঁটছিলাম, হঠাৎ সব আলোয় আলো হয়ে উঠল। কে