Ajker Patrika

জরিপে নোবেল বিজয়ী একজনেরও নাম বলতে পারেননি অর্ধেকের বেশি আমেরিকান

জরিপে নোবেল বিজয়ী একজনেরও নাম বলতে পারেননি অর্ধেকের বেশি আমেরিকান

করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করে এবার চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান। সোমবার সকালে এই পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল বিজয়ী দুজনই আমেরিকান। তাঁদের আগেও বহু আমেরিকান এই পুরস্কার পেয়েছেন। কিন্তু একটি জরিপে দেখা গেছে, নোবেল পুরস্কার পেয়েছেন এমন একজনেরও নাম জানেন না অর্ধেকের বেশি আমেরিকান। 

চলতি বছরের ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই জরিপ পরিচালনা করে দ্য অ্যাকশন নেটওয়ার্ক। জরিপটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে ২ হাজার ৩ জন প্রাপ্তবয়স্কের কাছ থেকে মত নেওয়া হয়। তাঁদের মধ্যে ৫৫ শতাংশই কোনো নোবেল বিজয়ীর নাম উল্লেখ করতে পারেননি। 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত একজনের নাম বলতে পেরেছেন ৪৫ শতাংশ মানুষ। ২৬ শতাংশ মানুষ বলতে পেরেছেন অন্তত দুজন নোবেলজয়ীর নাম। আর তিনজন নোবেল বিজয়ী নাম বলতে পেরেছেন মাত্র ১৫ শতাংশ মানুষ। 

নোবেল বিজয়ীদের নাম জানতে চাইলে যে তিনজনের নাম সবচেয়ে বেশি শোনা গেছে তাঁরা হলেন—ম্যারি কুরি (১৯১১ সালে কেমিস্ট্রিতে), আলবার্ট আইনস্টাইন (১৯২১ সালে পদার্থবিজ্ঞানে) এবং বারাক ওবামা (২০০৯ সালে শান্তিতে নোবেল জয় করেন তিনি)। 

মজার বিষয় হলো, নোবেল জয় করেছেন এমন ব্যক্তির নাম বলতে গিয়ে অনেকেই ভুল নাম উল্লেখ করেছেন। এসব নামের মধ্যে ছিল—কবি মায়া অ্যাঙ্গেলু, রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধী, পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমার এবং নাগরিক অধিকার বিষয়ক অ্যাকটিভিস্ট রোসা পার্কস। 

এদিকে গত এক দশকের মধ্যে নোবেল পেয়েছেন এমন কারও নাম উল্লেখ করতে গিয়ে ৮৭ শতাংশ মানুষই ভুল উত্তর দিয়েছেন কিংবা অক্ষমতা প্রকাশ করেছেন। ১৩ শতাংশ মানুষ অন্তত একজনের নাম বলতে পেরেছেন। দুজনের নাম বলতে পেরেছেন মাত্র ৭ শতাংশ। আর তিনজনের নাম বলতে পেরেছেন ৫ শতাংশ অংশগ্রহণকারী। এ ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীরা যাদের নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে মার্কিন গীতিকার ও গায়ক বব ডিলান এবং আফগানিস্তানের মালালা ইউসুফজাই অন্যতম। 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬ দশমিক ২ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নোবেল পুরস্কার দেওয়া উচিত। এ ক্ষেত্রে ইলন মাস্কের নাম প্রস্তাব করেছেন অন্তত ২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত