করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করে এবার চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান। সোমবার সকালে এই পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল বিজয়ী দুজনই আমেরিকান। তাঁদের আগেও বহু আমেরিকান এই পুরস্কার পেয়েছেন। কিন্তু একটি জরিপে দেখা গেছে, নোবেল পুরস্কার পেয়েছেন এমন একজনেরও নাম জানেন না অর্ধেকের বেশি আমেরিকান।
চলতি বছরের ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই জরিপ পরিচালনা করে দ্য অ্যাকশন নেটওয়ার্ক। জরিপটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে ২ হাজার ৩ জন প্রাপ্তবয়স্কের কাছ থেকে মত নেওয়া হয়। তাঁদের মধ্যে ৫৫ শতাংশই কোনো নোবেল বিজয়ীর নাম উল্লেখ করতে পারেননি।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত একজনের নাম বলতে পেরেছেন ৪৫ শতাংশ মানুষ। ২৬ শতাংশ মানুষ বলতে পেরেছেন অন্তত দুজন নোবেলজয়ীর নাম। আর তিনজন নোবেল বিজয়ী নাম বলতে পেরেছেন মাত্র ১৫ শতাংশ মানুষ।
নোবেল বিজয়ীদের নাম জানতে চাইলে যে তিনজনের নাম সবচেয়ে বেশি শোনা গেছে তাঁরা হলেন—ম্যারি কুরি (১৯১১ সালে কেমিস্ট্রিতে), আলবার্ট আইনস্টাইন (১৯২১ সালে পদার্থবিজ্ঞানে) এবং বারাক ওবামা (২০০৯ সালে শান্তিতে নোবেল জয় করেন তিনি)।
মজার বিষয় হলো, নোবেল জয় করেছেন এমন ব্যক্তির নাম বলতে গিয়ে অনেকেই ভুল নাম উল্লেখ করেছেন। এসব নামের মধ্যে ছিল—কবি মায়া অ্যাঙ্গেলু, রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধী, পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমার এবং নাগরিক অধিকার বিষয়ক অ্যাকটিভিস্ট রোসা পার্কস।
এদিকে গত এক দশকের মধ্যে নোবেল পেয়েছেন এমন কারও নাম উল্লেখ করতে গিয়ে ৮৭ শতাংশ মানুষই ভুল উত্তর দিয়েছেন কিংবা অক্ষমতা প্রকাশ করেছেন। ১৩ শতাংশ মানুষ অন্তত একজনের নাম বলতে পেরেছেন। দুজনের নাম বলতে পেরেছেন মাত্র ৭ শতাংশ। আর তিনজনের নাম বলতে পেরেছেন ৫ শতাংশ অংশগ্রহণকারী। এ ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীরা যাদের নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে মার্কিন গীতিকার ও গায়ক বব ডিলান এবং আফগানিস্তানের মালালা ইউসুফজাই অন্যতম।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬ দশমিক ২ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নোবেল পুরস্কার দেওয়া উচিত। এ ক্ষেত্রে ইলন মাস্কের নাম প্রস্তাব করেছেন অন্তত ২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী।
করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করে এবার চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান। সোমবার সকালে এই পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল বিজয়ী দুজনই আমেরিকান। তাঁদের আগেও বহু আমেরিকান এই পুরস্কার পেয়েছেন। কিন্তু একটি জরিপে দেখা গেছে, নোবেল পুরস্কার পেয়েছেন এমন একজনেরও নাম জানেন না অর্ধেকের বেশি আমেরিকান।
চলতি বছরের ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই জরিপ পরিচালনা করে দ্য অ্যাকশন নেটওয়ার্ক। জরিপটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে ২ হাজার ৩ জন প্রাপ্তবয়স্কের কাছ থেকে মত নেওয়া হয়। তাঁদের মধ্যে ৫৫ শতাংশই কোনো নোবেল বিজয়ীর নাম উল্লেখ করতে পারেননি।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত একজনের নাম বলতে পেরেছেন ৪৫ শতাংশ মানুষ। ২৬ শতাংশ মানুষ বলতে পেরেছেন অন্তত দুজন নোবেলজয়ীর নাম। আর তিনজন নোবেল বিজয়ী নাম বলতে পেরেছেন মাত্র ১৫ শতাংশ মানুষ।
নোবেল বিজয়ীদের নাম জানতে চাইলে যে তিনজনের নাম সবচেয়ে বেশি শোনা গেছে তাঁরা হলেন—ম্যারি কুরি (১৯১১ সালে কেমিস্ট্রিতে), আলবার্ট আইনস্টাইন (১৯২১ সালে পদার্থবিজ্ঞানে) এবং বারাক ওবামা (২০০৯ সালে শান্তিতে নোবেল জয় করেন তিনি)।
মজার বিষয় হলো, নোবেল জয় করেছেন এমন ব্যক্তির নাম বলতে গিয়ে অনেকেই ভুল নাম উল্লেখ করেছেন। এসব নামের মধ্যে ছিল—কবি মায়া অ্যাঙ্গেলু, রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধী, পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমার এবং নাগরিক অধিকার বিষয়ক অ্যাকটিভিস্ট রোসা পার্কস।
এদিকে গত এক দশকের মধ্যে নোবেল পেয়েছেন এমন কারও নাম উল্লেখ করতে গিয়ে ৮৭ শতাংশ মানুষই ভুল উত্তর দিয়েছেন কিংবা অক্ষমতা প্রকাশ করেছেন। ১৩ শতাংশ মানুষ অন্তত একজনের নাম বলতে পেরেছেন। দুজনের নাম বলতে পেরেছেন মাত্র ৭ শতাংশ। আর তিনজনের নাম বলতে পেরেছেন ৫ শতাংশ অংশগ্রহণকারী। এ ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীরা যাদের নাম উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে মার্কিন গীতিকার ও গায়ক বব ডিলান এবং আফগানিস্তানের মালালা ইউসুফজাই অন্যতম।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬ দশমিক ২ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নোবেল পুরস্কার দেওয়া উচিত। এ ক্ষেত্রে ইলন মাস্কের নাম প্রস্তাব করেছেন অন্তত ২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২৫ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে