ইউএনও-এসিল্যান্ডকে দিয়ে স্টলঘর উদ্বোধনের ঘোষণা, ১০০০ টাকা করে চাঁদা
পিরোজপুরের নেছারাবাদে জগন্নাথকাঠি বাজারের নবনির্মিত স্টলঘরের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও, এসিল্যান্ডসহ পাঁচশ লোকের আপ্যায়ন ও স্টলে বসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। বাজারের আহ্বায়ক কমিটি নিজেদের ছাপানো সদস্য ফরম বিক্রির মাধ্যমে ওই চাঁদার..