বান্দরবানের শঙ্খ নদে নৌকাডুবি, নিখোঁজ ৩
বান্দরবানের থানচিতে শঙ্খ নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া নামক স্থানে শঙ্খ নদে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন অংলে খুমিপাড়ার বাসিন্দা লংবে খুমী, লংরে খুমি, চয়অং খুমিপাড়ার বাসিন্দা ছাই খুমি