Ajker Patrika

শেরপুরে নিখোঁজের ৫ দিন পর চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে নিখোঁজের ৫ দিন পর চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে নিখোঁজের ৫ দিন পর আব্দুল মান্নান (৩৮) নামের এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আব্দুল মান্নান উপজেলার আন্দিকুমড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

আব্দুল মান্নানের পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল মান্নান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল বুধবার রাত ২টার দিকে শামছুল মিলিটারির চাতালের শ্রমিকেরা কাজে যান। এ সময় তাঁরা মান্নানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তাঁর মা খাদিজা খাতুন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত