মালয়েশিয়াকে ‘পাড়ার দল’ বানিয়ে বাংলাদেশের ৬ গোল
স্কোরবোর্ডের দিকে তাকিয়ে রীতিমতো চোখ কচলানোর মতো অবস্থা! ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার মেয়েদের অবস্থান ৮৫, বাংলাদেশ আছে ১৪৬তম স্থানে। দুই দলের পার্থক্য ৬১ ধাপ। এই পার্থক্য মাথায় রেখে যদি কেউ আজ ম্যাচ শেষে স্কোরবোর্ডে বাংলাদেশ দলের পাশে ৬ গোল দেখেন, তখন বিভ্রান্ত হওয়াই যেন স্বাভাবিক!