Ajker Patrika

সিলেটের বন্যায় সংশয়ে বাংলাদেশের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুন ২০২২, ১৬: ৪৬
সিলেটের বন্যায় সংশয়ে বাংলাদেশের ম্যাচ

আট মাস পর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে সেখানে ম্যাচ হওয়া নিয়ে। 

ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ জেলা। বন্যা হয়েছে সিলেটেও। কানাইঘাট, কোম্পানীগঞ্জের মতো নিচু এলাকায় বন্যায় আটকা পড়েছে অসংখ্য মানুষ। ডুবে গেছে নারী ফুটবলারদের অনুশীলনের ভেন্যু আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স। পাশের জিমনেসিয়ামে হাঁটু পর্যন্ত পানি উঠেছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মাহি উদ্দিন আহমেদ সেলিম। 

সেলিম বলেছেন, ‘সিলেটে বন্যা হয়েছে। চারদিকে পানি। যেখানে অনুশীলন হওয়ার কথা ছিল, সেই আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কোমর পানি। জিমনেশিয়ামে হাঁটু পানি। সিলেট স্টেডিয়ামের মাঠের ঘাস কাটা যায় না, কাটতে গেলে মাঠ কাঁদা কাঁদা হয়ে যাচ্ছে।’

বন্যা পরিস্থিতিতে সিলেটে ম্যাচ আয়োজন করা একপ্রকার অসম্ভব বলে জানালেন সেলিম, ‘গত এক মাস ধরেই এখানে বৃষ্টি হচ্ছে, বাফুফেকে আমরা আগেই বলে রেখেছি সমস্যার কথা। এভাবে বৃষ্টি হলে তো মাঠ শুকাবে না।  মাঠের ড্রেনেজ ব্যবস্থাও ভালো নয়। লিখিতভাবে এই সমস্যার কথা জানানো হয়েছে। আমরা বলেছি বাফুফের কর্মকর্তারা এসে মাঠ দেখে যাক।’

শুধু মেয়েদের ফুটবলই নয়, ২০ জুন সিলেটে হওয়ার কথা ছিল রহমতগঞ্জ-বসুন্ধরা কিংসের ম্যাচ। অন্তত সিলেটে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মেয়েদের ম্যাচের জন্যও বিকল্প ভেন্যু খুঁজছে বাফুফে। নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিলেটে বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আজ বা কাল সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অবস্থা যা মনে হচ্ছে, তাতে করে সিলেটে ম্যাচ আয়োজন আপাতত সম্ভব নয়। আমরা বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামে খেলা আয়োজনের কথা ভাবছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত