Ajker Patrika

রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য ‘ভয়ংকর’

আপডেট : ২৫ জুন ২০২২, ২০: ৩৩
রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য ‘ভয়ংকর’

২০১৯ সালে রিয়াল মাদ্রিদে আসেন সুইডিশ নারী ফুটবলার কোসোভারে আসলানি। তবে রিয়ালে তিন মৌসুমের বেশি টিকতে পারছেন না কোসোভারে। প্রস্তুতি নিচ্ছেন রিয়াল ছেড়ে যাওয়ার। 

তবে যাওয়ার আগে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন কোসোভারে। ৩২ বছর বয়সী স্ট্রাইকারের দাবি, রিয়াল মাদ্রিদের পরিবেশ নারী ফুটবলারদের জন্য মোটেও ভালো নয়। 

দলে আসার পর ২০২০-২১ মৌসুমে রিয়ালের সেরা খেলোয়াড় ছিলেন কোসোভারে। এবার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে যাচ্ছেন তিনি। 

যাওয়ার আগে ক্লাবের বিরুদ্ধে এনেছেন বেশ কিছু অভিযোগ। কোসোভারের দাবি, রিয়াল কর্তৃপক্ষ খেলোয়াড়দের চোট নিয়েও খেলতে বাধ্য করে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ক্লাবের সংস্কৃতি খেলোয়াড়দের জন্য ভয়ংকর ও অস্বাস্থ্যকর। আমাকে রীতিমতো চোট নিয়ে খেলতে বাধ্য করা হয়েছে।’

ভোগ ম্যাগাজিনের স্ক্যান্ডিনেভিয়ান সংস্করণে আসলানিকোসোভারে আরও বলেছেন, ‘ম্যানেজমেন্ট চিকিৎসকদের কথা শোনে না। এটা খুবই বিপজ্জনক ব্যাপার। শুরু থেকে ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি। তবে আমি লক্ষ্য করেছি ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের সঙ্গে ভালো আচরণ করে না।’

কোসোভারে নিজেও পরিবর্তনের চেষ্টা করেছেন জানিয়ে বলেছেন, ‘যেহেতু কেউ কথা বলছে না, তাই আমার জন্য কথা বলা জরুরি ছিল। আমি পরিবর্তন আনার চেষ্টা করেছি। কিন্তু এখানে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, কেউ আমাদের কথা কানে নেয় না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত