ফজিলতের নামাজ সালাতুত তাসবিহ
সালাতুত তাসবিহ বিশেষ ফজিলতপূর্ণ নফল নামাজ। এ নামাজ সম্ভব হলে প্রতিদিন একবার, তা না পারলে প্রতি সপ্তাহে একবার, তা-ও সম্ভব না হলে প্রতি মাসে একবার, তা-ও সম্ভব না হলে প্রতিবছরে একবার, তা-ও যদি সম্ভব না হয় তাহলে জীবনে অন্তত একবার হলেও পড়ার কথা বলা হয়েছে হাদিসে। সালাতুত তাসবিহ আদায় করলে জীবনের প্রকাশ্য-অ