আবদুল আযীয কাসেমি
পাপ-পুণ্য মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পুণ্যের অব্যাহত চর্চা মানুষকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। অপরদিকে পাপের বিরতিহীন অভিযাত্রা মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়। এ রকম মানুষ পরিণত হয় অমানুষে। পাপের মধ্যেও আছে নানা স্তর। গোপন, প্রকাশ্য; বড়, ছোট, জঘন্য, লঘু ইত্যাদি। সব পাপই বর্জনীয়। আল্লাহ তাআলা বলেন, ‘প্রকাশ্য-গোপন সব রকম পাপ ত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপকাজ সম্পাদন করছে শিগগিরই তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ (সুরা আনআম)
তবে গোপনে পাপ বর্তমান সময়ে খুবই প্রচলিত। বিশেষত প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে এটি মহামারি আকার ধারণ করেছে। পাশাপাশি সামাজিক নানা বিধিনিষেধ উঠে যাওয়ার ফলে এসব পাপকাজ সীমা ছাড়িয়ে যাচ্ছে। গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে মহানবী (সা.) কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মহানবী (সা.) বলেন, ‘আমি এমন কিছু লোকদের কথা জানি, যারা কিয়ামতের দিন শুভ্র তিহামা পাহাড়ের মতো রাশি রাশি পুণ্য নিয়ে হাজির হবে। কিন্তু আল্লাহ তাআলা সেসব বাতাসের মতো উড়িয়ে দেবেন। মনে রেখো, তারা তোমাদেরই ভাই। তোমাদেরই গোত্র-বংশের। তোমরা যেমন রাতে নামাজ পড়ো তারাও পড়ে। তবে তারা নির্জনে দেদার হারামে লিপ্ত হয়ে যায়।’ (ইবনে মাজাহ)
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, ‘গোপন পাপাচার অধঃপতন ও অবনতির মৌলিক একটি কারণ। অপরদিকে গোপন ইবাদত দীনের ওপর অবিচলতার সুদৃঢ় সোপান।’ (হিসনুল মুসলিম) আলেমেরা লিখেন, গোপন পাপীর এমন পরিণতির কারণ হলো, সে মানুষের সামনে পাপ পরিহার করলেও গোপনে চরম পাপাচারে লিপ্ত হয়, যা স্পষ্ট কপটতা ও মুনাফেকি। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন। নির্জনে পাপকারী ব্যক্তি যেন আল্লাহকে মানুষ থেকেও তুচ্ছ ভাবে। তাই তার শাস্তি বড়।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
পাপ-পুণ্য মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পুণ্যের অব্যাহত চর্চা মানুষকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। অপরদিকে পাপের বিরতিহীন অভিযাত্রা মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়। এ রকম মানুষ পরিণত হয় অমানুষে। পাপের মধ্যেও আছে নানা স্তর। গোপন, প্রকাশ্য; বড়, ছোট, জঘন্য, লঘু ইত্যাদি। সব পাপই বর্জনীয়। আল্লাহ তাআলা বলেন, ‘প্রকাশ্য-গোপন সব রকম পাপ ত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপকাজ সম্পাদন করছে শিগগিরই তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ (সুরা আনআম)
তবে গোপনে পাপ বর্তমান সময়ে খুবই প্রচলিত। বিশেষত প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে এটি মহামারি আকার ধারণ করেছে। পাশাপাশি সামাজিক নানা বিধিনিষেধ উঠে যাওয়ার ফলে এসব পাপকাজ সীমা ছাড়িয়ে যাচ্ছে। গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে মহানবী (সা.) কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মহানবী (সা.) বলেন, ‘আমি এমন কিছু লোকদের কথা জানি, যারা কিয়ামতের দিন শুভ্র তিহামা পাহাড়ের মতো রাশি রাশি পুণ্য নিয়ে হাজির হবে। কিন্তু আল্লাহ তাআলা সেসব বাতাসের মতো উড়িয়ে দেবেন। মনে রেখো, তারা তোমাদেরই ভাই। তোমাদেরই গোত্র-বংশের। তোমরা যেমন রাতে নামাজ পড়ো তারাও পড়ে। তবে তারা নির্জনে দেদার হারামে লিপ্ত হয়ে যায়।’ (ইবনে মাজাহ)
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, ‘গোপন পাপাচার অধঃপতন ও অবনতির মৌলিক একটি কারণ। অপরদিকে গোপন ইবাদত দীনের ওপর অবিচলতার সুদৃঢ় সোপান।’ (হিসনুল মুসলিম) আলেমেরা লিখেন, গোপন পাপীর এমন পরিণতির কারণ হলো, সে মানুষের সামনে পাপ পরিহার করলেও গোপনে চরম পাপাচারে লিপ্ত হয়, যা স্পষ্ট কপটতা ও মুনাফেকি। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন। নির্জনে পাপকারী ব্যক্তি যেন আল্লাহকে মানুষ থেকেও তুচ্ছ ভাবে। তাই তার শাস্তি বড়।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫