Ajker Patrika

যেভাবে নামাজের জন্য পবিত্র হবেন

আবদুল আযীয কাসেমি
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৫: ৫৩
যেভাবে নামাজের জন্য পবিত্র হবেন

ইমানের পর ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। নামাজ শুদ্ধভাবে আদায় করতে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো পবিত্রতা। পবিত্রতা নামাজের চাবি; পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যায় না। মহানবী (সা) বলেন, ‘নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি পবিত্রতা।’ (তিরমিজি) পবিত্রতা অর্জনের উপায় হলো, আপনার ওপর গোসল ফরজ হলে গোসল করা আর অজু ফরজ হলে অজু করা। 

অজুর ফরজ চারটি—
এক. পূর্ণ মুখমণ্ডল ধৌত করা
দুই. উভয় হাত কনুইসহ ধৌত করা
তিন. মাথা মাসেহ করা
চার. উভয় পা টাখনুসহ ধৌত করা

এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও। তোমাদের মাথা মাসেহ করো এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও।’ (সুরা মায়েদা: ৬) 

গোসলের ফরজ তিনটি—
এক. কুলি করা
দুই. নাকে পানি দেওয়া
তিন. পূর্ণ শরীর ভালোভাবে একবার ধৌত করা। শরীরের যেকোনো জায়গায় সামান্য পরিমাণ শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। বিশেষত শীতকালে এ ব্যাপারে বেশ উদাসীনতা পরিলক্ষিত হয়। ফরজ গোসলের ব্যাপারে কোনোরকম অলসতা কাম্য নয়। উচিত হলো গোসল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলা। 
অজু করতে গিয়েও আমাদের বিশেষভাবে লক্ষ রাখতে হবে, ধোয়া অঙ্গগুলোর কোনো অংশ যেন শুকনো না থাকে। ত্বকে শুষ্ক ভাব থাকলে একটু ঘষে-মেজে হাত-পা ধোয়া উচিত। হাদিসে এসেছে, এক যুদ্ধে আসরের সময় হলো। সাহাবায়ে কেরাম নামাজের জন্য অজু করছেন। নবী (সা.) লক্ষ করলেন, কারও কারও পায়ের গোড়ালি শুকনো থেকে যাচ্ছে। তখন তিনি বললেন, ‘শুকনো গোড়ালির জন্য রয়েছে জাহান্নামের আগুনের হুঁশিয়ারি।’ (বুখারি) 

আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত