দিনাজপুর প্রতিনিধি
কাগজে-কলমে শ্রাবণ মাস শুরু হলেও আদতে বৃষ্টির দেখা নেই। রৌদ্রের তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ দিনাজপুরসহ সারা দেশ। তাপপ্রবাহ এড়াতে এবং কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে আয়োজন করা হয় বিশেষ নামাজ ও মোনাজাতের। আজ শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় করে মোনাজাত করেছেন এলাকার মুসল্লিরা।
এই নামাজের ইমামতি করেন সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু তাহের সিদ্দিকী। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামসহ এলাকার কয়েক শ ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশ নেন।
এই নামাজের ইমাম আবু তাহের সিদ্দিকী বলেন, ‘অনাবৃষ্টি, খরা দেখা দিলে খোলা মাঠে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করার পাশাপাশি আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়। আল্লাহ ক্ষমাশীল, তিনি তাঁর বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। নামাজে চলমান অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ পেশ করা হয়।’
এদিকে, গত শুক্রবার দিনাজপুরে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী শুক্রবার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় মৃদু তাপ্রবাহ চলমান আছে। গত শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার। আগামীকাল (রোববার) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা কমবে।’
কাগজে-কলমে শ্রাবণ মাস শুরু হলেও আদতে বৃষ্টির দেখা নেই। রৌদ্রের তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ দিনাজপুরসহ সারা দেশ। তাপপ্রবাহ এড়াতে এবং কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে আয়োজন করা হয় বিশেষ নামাজ ও মোনাজাতের। আজ শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেস্কার নামাজ আদায় করে মোনাজাত করেছেন এলাকার মুসল্লিরা।
এই নামাজের ইমামতি করেন সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু তাহের সিদ্দিকী। এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামসহ এলাকার কয়েক শ ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশ নেন।
এই নামাজের ইমাম আবু তাহের সিদ্দিকী বলেন, ‘অনাবৃষ্টি, খরা দেখা দিলে খোলা মাঠে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করার পাশাপাশি আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়। আল্লাহ ক্ষমাশীল, তিনি তাঁর বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। নামাজে চলমান অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ পেশ করা হয়।’
এদিকে, গত শুক্রবার দিনাজপুরে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী শুক্রবার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় মৃদু তাপ্রবাহ চলমান আছে। গত শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১ দশমিক ৬ মিলিমিটার। আগামীকাল (রোববার) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা কমবে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩৩ মিনিট আগে