বিয়ে নিয়ে বিপাকে নিলয়
বাংলাভিশনের বিশেষ একক নাটক ‘রতন মুক্তা’। প্রচারিত হবে বাংলাভিশনে শুক্রবার (৪ মার্চ) রাত ৯টা ৫মিনিটে। ইসমত আরা চৌধুরী শান্তির রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, অহনা, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, শিরিন বকুল, আনোয়ার হোসেন, ডা. শামস, রিফাত, শিশুশিল্পী মাহি ও আরো অনেকে।