Ajker Patrika

২৭ প্রার্থী এক হয়েছেন টেলিপ্যাবের নির্বাচনে

২৭ প্রার্থী এক হয়েছেন টেলিপ্যাবের নির্বাচনে

আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কোনও প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছেন। ‘আমরা সবাই এক এগিয়ে যাবে টেলিপ্যাব’ স্লোগান নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী ১ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং টেলিপ্যাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে ২৭ জন অংশ নিচ্ছেন টেলিপ্যাবের নির্বাচনেরোকেয়া প্রাচী বলেন, ‌‌‘আমরা শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবকেও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চাই। প্রযোজকের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’

প্রযোজকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রি বয়সে অনেক বড় হয়েছে, কিন্তু কাজে তত বড় হতে পারেনি। আমাদের এখন কাজে বড় হওয়ার সময়। একজন প্রযোজকের অর্থের নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই।’

প্যানেল পরিচিতি সভায় রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অরুণা বিশ্বাসসাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘আমরা যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার আগে কেউ দেয়নি। এত বছর যে কাজ হয়নি, তা আমরা করতে চাই। এরই মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ২০টি সমস্যার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা কাজের পরিবেশ আরও বড় করব।’

এবারের নির্বাচনে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে সদস্য পদে নির্বাচন করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান ও রোকেয়া প্রাচী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজু মুনতাসির ও সাজ্জাদ হোসেন দোদুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত