Ajker Patrika

সরাসরি বিয়ের প্রস্তাব

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৫৩
সরাসরি বিয়ের প্রস্তাব

প্রথম পরিচয় ‘নাইন অ্যান্ড আ হাফ’ সিরিয়ালের শুটিংয়ে। শাওন তখন নাটকে নতুন আর টয়া পরিচিত মুখ। কথাবার্তা তখন বেশি হয়নি। অনেক দিন পর ‘চিরকুট’ নামের একটা শর্টফিল্মে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। তখন থেকেই দুজনের কথা বলা শুরু। অনেক দেরিতে শুটিং শেষ হওয়ায় টয়াকে বাসায় নামিয়ে দেন শাওন। ধীরে ধীরে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। টয়া বলেন, ‘চেষ্টা করছিলাম আমার বান্ধবী সানজানার সঙ্গে যেন শাওনের প্রেম হয়।’

পরিবার আর কিছু বন্ধুদের নিয়ে জন্মদিন করতে কক্সবাজার যান সানজানা। বন্ধুদের তালিকায় ছিলেন শাওনও। টয়া বলেন, ‘জোছনা রাতে সাগরপারে বসে গান গাইলাম শাওনসহ আমরা চার বন্ধু। ঢাকায় ফিরে শাওনকে মিস করতে থাকি। ওর সঙ্গে সময় কাটাতে মন চাইত।’

এরপর আবার সিলেট যাওয়া হলো একসঙ্গে। সেই সফরে দুজনের সম্পর্ক আরও গভীর হয়। শাওন বলেন, ‘ঢাকায় ফিরে টয়াকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম। বললাম, আমি আর প্রেমের মধ্যে নেই, বিয়ের পথেই হাঁটতে চাই। ওর পরিবার থেকেও চাচ্ছিল টয়া সেটেল হোক। আমরা আরও কিছুদিন সময় নিলাম। এরপর ২০২০ সালের অধিবর্ষে, অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি বিয়ে করি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত