Ajker Patrika

প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে নাটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৩৮
প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে নাটক

দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্যোগগুলো হলো— একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা। বিশেষ এই উদ্যোগগুলো নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক। ধারাবাহিকটির নাম ‘দশে দশ’।

কাজী রশিদুল হক পাশার রচনায় ২০ পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। প্রচারিত হবে বিটিভিতে, আজ থেকে সপ্তাহের প্রতি রবি থেকে মঙ্গলবার রাত ৯টায়। এ ধারাবাহিকে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, রশিদুল হক পাশা, আহসান হাবিব নাসিম, মোমেনা চৌধুরী, খলিলুর রহমান, আল মনসুর, মিলি বাশার, মাজনুন মিজান, সুষমা সরকার প্রমুখ।

প্রযোজক আফরোজা সুলতানা বলেন, ‘নাটকের গল্প শুরু হবে ২০০৩ সাল থেকে, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা যখন ক্ষমতায়। পুরো জাতি এক চরম অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত। হতাশা ছাড়া আর কিছুই পাচ্ছিল না দেশবাসী। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি প্রহর গুনছিল কখন আবার তারা দেশটাকে গড়ে তোলার সুযোগ পাবে। ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে সে সুযোগ আসে। শুরু হয় স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ। বিশেষ করে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ উপহার পেয়ে জাতি বর্তে গেল। বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে সুখী ও সমৃদ্ধির দিকে এগোতে লাগল দেশ। বিভিন্ন চরিত্রের মাধ্যমে গল্প এগিয়ে ২০২০ সালে পদ্মা সেতুতে এসে শেষ হবে ধারাবাহিকের গল্প।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত