ধর্ষণের পর নারীদের নগ্ন করে ঘোরানোর আগে হত্যা করা হয় ধর্ষিতার ভাইকেও
ধর্ষণের পর দুই নারীকে নগ্ন করে ঘোরানো হয়েছে মণিপুরের একটি জেলায়। শুধু তা-ই নয়, ধর্ষিতার এক কিশোর ভাইকে হত্যাও করে উত্তেজিত জনতা। সম্প্রতি মে মাসের ৪ তারিখে সংঘটিত সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেলে মণিপুরজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।