Ajker Patrika

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যুদণ্ড

শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবারক মিয়া ওরফে কানাই মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সরাইল উপজেলার পশ্চিম কুট্রাপাড়ার নিবু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য বের হয় ওই শিশু। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাড়ির কাছের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ। 

পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সরাইল থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর মা ফেরদৌসী বেগম। মামলার একদিন পর মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে (৫০) আটক করে পুলিশ। পরে তিনি আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

 ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে অভিযুক্ত করে আদালতে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। সব সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এই মামলায় মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। পরে পুলিশের পাহারায় আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। 

রায় ঘোষণার সময় বাদীপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভেকেট সৈয়দ মেরাজুল ইসলাম ও বিবাদীপক্ষে অ্যাডভেকেট আবু তাহের আদালতে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত