সাতক্ষীরায় ধর্ষণচেষ্টার মামলায় ১ জনের কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় শিশু ধর্ষণচেষ্টার মামলায় নেছার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ রায় দেন। একই সঙ্গে আদালত তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।