‘বাড়ি থেকে বের হতে এখন স্বামীর কবরের ওপর দিয়ে যেতে হবে’
‘আমরা আমাদের পৈতৃক ভিটায় বসবাস করছি। এখানে রয়েছে আমার বাপ দাদার কবর। মিল্লাত শেখ ও ফয়সাল শেখ অবৈধভাবে, জোর করে আমার এই বাপ-দাদার ভিটার ৩৮ শতাংশ জায়গা দখল করে নিয়েছে। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছিলাম। আদালত ২০ ফেব্রুয়ারি আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারা সেই রায়কে অমান্য করে জোরপূর্বক ঘর তুলে আমাদের য