Ajker Patrika

পটুয়াখালীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে ২ স্কুলছাত্র নিহত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ২১: ৩৫
পটুয়াখালীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে ২ স্কুলছাত্র নিহত

পটুয়াখালীর বাউফলে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলো—ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম ও মারুফ। আহত আরেকজন হলো নিহতদের সহপাঠী নাফিস। 

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম জানান, দুই দিন আগে ইন্দ্রকুল বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় একে অপরকে চড়থাপ্পড় মারে। পরে এরই জের ধরে বুধবার স্কুল ছুটির পর স্কুলসংলগ্ন ব্রিজের কাছে আগে থেকে ওত পেতে থাকা নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ, সিয়াম এবং নাফিসের ওপর আক্রমণ এবং ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যান । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মারুফ এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে রাত সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়। 

পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি মর্মান্তিক। সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত